তার পদত্যাগপত্র ব্যাংকের পর্ষদ গ্রহণ করেনি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।
চুয়াডাঙ্গায় শীতে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।
তিনি এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য।
প্রচণ্ড শীতে চুয়াডাঙ্গার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্ররা কষ্ট পাচ্ছে। তাই অসহায় মানুষদের শীত নিবারণের জন্য এ উদোগ নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মিনিস্টার গ্রুপ।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।