“ওয়ালটন পরিবারের প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রমেই আমরা একের পর এক সাফল্যের মুকুট পাচ্ছি,” বলেন মাহবুবুল আলম।
Published : 14 Dec 2024, 09:43 PM
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এ বছরের সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘এমডি অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
ওয়ালটন শনিবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানির মাধ্যমে সামগ্রিক অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবদানে তিনি এ পুরস্কার পেয়েছেন।
রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ইশতিয়াক মাহমুদ।
মাহবুবুল আলম বলেন, “পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। ওয়ালটন পরিবারের প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রমেই আমরা একের পর এক সাফল্যের মুকুট পাচ্ছি।”