ফের বাড়ল ভোজ্যতেলের দাম

খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা, বোতলে ১২ টাকা বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2023, 07:28 AM
Updated : 4 May 2023, 07:28 AM

শুল্ক সুবিধা প্রত্যাহার হওয়ায় দেশের বাজারে সয়াবিন তেল ও পাম তেলের দাম আবার বেড়েছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন ঘোষণা অনুযায়ী, এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা, এক লিটার বোতলের সয়াবিন তেল ১৯৯ টাকা, ৫ লিটারের বোতল ৯৬০ টাকা এবং এক লিটার সুপার পাম তেলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, খোলা সয়াবিন তেল এতদিন প্রতি লিটার ১৬৮ টাকা নির্ধারিত ছিল, সেটা এখন ৮ টাকা বেড়ে ১৭৬ টাকা হয়েছে। আর বোতলের সয়াবিন তেল এতদিন প্রতি লিটার ১৮৭ টাকা ছিল, সেটা ১২ টাকা বেড়ে হয়েছে ১৯৯ টাকা।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য দীর্ঘদিন ধরে ভ্যাট কমিয়ে রেখেছিল সরকার। কয়েক দফায় মেয়াদ বাড়ানোর পর গত ৩০ এপ্রিলে ভ্যাট মওকুফের মেয়াদ শেষ হয়।

এতোদিন আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ কার্যকর ছিল। এখন আবার ১৫ শতাংশে ফিরে গেল।