আর্থিক এবং বিনিয়োগ খাতে তার ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।
Published : 29 May 2024, 11:28 PM
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজী মনিরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডে ইনভেস্টমেন্ট এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী মনিরুল।
আর্থিক এবং বিনিয়োগ খাতে তার ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স লিমিটেডে একজন এনালিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০১৪ সা্লে তিনি আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডে যোগ দেন।
২০২৩ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের একজন অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করছেন মনিরুল। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্রেনিং অ্যাকাডেমিতেও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।