রিয়েল এস্টেট কোম্পানি বিটিআই’র ৪০ বছরে পদার্পণ

ঢাকায় ১১টি নতুন প্রকল্প উদ্বোধন করেছে এই রিয়েল এস্টেট কোম্পানি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 11:43 AM
Updated : 5 March 2023, 11:43 AM

প্রতিষ্ঠার ৪০ বছরে পদার্পণ করেছে রিয়েল এস্টেট কোম্পানি ‘বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, ৪০ বছরে পদার্পণ উদযাপনে ৩ ও ৪ মার্চ দুই দিনের 'স্পোর্টিং এট ফোরটি’ অনুষ্ঠানে প্যানেল ডিসকাশন, নলেজ সেশন ও শিশুদের জন্য আর্ট ওয়ার্কশপ করেছে তারা।

এছাড়া ঢাকা শহরের কয়েকটি স্থানে বিটিআইয়ের ১১টি নতুন প্রকল্প উদ্বোধন করা হয়।

আয়োজনের প্রথম দিন ‘ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইন দ্য আপকামিং ইনফ্লেশন’ শীর্ষক প্যানেল ডিসকাশন হয়।

এতে অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর ও সাংবাদিক গোলাম মোর্তোজা আলোচক হিসেবে অংশ নেন। এতে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির উপর করোনাভাইরাস মহামারী ও রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের প্রভাব এবং চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগের ধরন নিয়ে আলোচনা হয়।

দ্বিতীয় দিনে ‘ইনকাম ট্যাক্স ইমপ্লিকেশন’ প্যানেল ডিসকাশনে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য কাজী দেলোয়ার হোসেন রিয়েল এস্টেট খাতের দৃষ্টিকোণ থেকে রাজস্ব নীতিমালা বিষয়ে আলোচনা করেছেন।

অনুষ্ঠানে বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান উপস্থিত ছিলেন।