”এই সাফল্যে সকল ভোক্তা, পার্টনার এবং শুভাকাঙ্ক্ষীর অবদান অনস্বীকার্য,” বলেছে কোম্পানিটি।
Published : 02 Jan 2025, 08:31 PM
দেশের ’এক নম্বর’ ফুল ক্রিম মিল্ক পাউডার হিসেবে বেস্ট ব্র্যান্ডের পুরস্কার পেয়েছে ডিপ্লোমা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার।
ঢাকার একটি হোটেলে সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে ডিপ্লোমাকে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়েছে বলে কোম্পানির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ১৬তম বারের মত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পুরস্কার দেয়।
ডিপ্লোমা বিজ্ঞপ্তিতে বলেছে, “সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দিত ডিপ্লোমা পরিবারের সকলেই।
”এই সাফল্যে সকল ভোক্তা, পার্টনার এবং শুভাকাঙ্ক্ষীর অবদান অনস্বীকার্য।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরও সুস্বাদু ও মিষ্টি অভিজ্ঞতা দিতে ডিপ্লোমা প্রতিশ্রুতিবদ্ধ। নিউজিল্যান্ডের বিশ্বখ্যাত দুগ্ধ প্রতিষ্ঠান ফন্টেরা থেকে আসা ডিপ্লোমার বিশেষ ফর্মুলা ডিপ্লোমা মিল্ক পাউডারকে দেয় এক অনন্য স্বাদ যা বছরের পর বছর ধরে মুগ্ধ করে আসছে দেশের মানুষকে।
“শুধু স্বাদ নয়, প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ ডিপ্লোমা সবার সুস্বাস্থ্যের খেয়ালও রাখে। ডিপ্লোমা এখন শুধু একটি ব্র্যান্ড নয়, একটি আবেগ, যা প্রতিটি মুহূর্তকে করে তোলে আরও মিষ্টি, আরও রঙিন।”