গত ২৩ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত।
Published : 26 Jun 2023, 05:42 PM
কোরবানির ঈদে গ্রাহকদের জন্য ‘লেমন নিনজা’ নামের একটি ডিজিটাল গেইম প্রতিযোগিতা নিয়ে এসেছে কোমল পানীয় ব্র্যান্ড ‘ক্লেমন’।
গত ২৩ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ জানিয়েছে কোরবানির ঈদকে উপলক্ষ্য করে তারা এই ক্যাম্পেইনটি নিয়ে এসেছে।
ওই বিজ্ঞপ্তিতে, খেলার নিয়মকানুন সম্পর্কে বলা হয়েছে, ডিজিটাল গেইমটি খেলতে চাইলে গ্রাহককে প্রথমে https://clemonlemonninja.com/ ভিজিট করতে হবে। এরপর সেখানে নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।
তবে এই গেইমের নিয়ম হল গ্রাহককে লেবু কাটাতে হবে। গ্রাহক যত বেশি লেবু কাটবেন, ক্লেমনের বোতলগুলো তত বেশি ভরে যাবে।
প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশের অন্যান্য কোমল পানীয়ের তুলনায় ক্লেমনে লেবুর পরিমাণ বেশি। আর এজন্যই এই খেলায় তারা লেবু কাটার বিষয়টি রেখেছে।
এই প্রতিযোগিতার ফলাফল, বিজয়ীর নামসহ প্রতিযোগিতার বিস্তারিত বিবরণ ‘ক্লেমন’র ফেইসবুক পেইজ f/clemoncleardrink -এ পাওয়া যাবে।