“ ইন্টেলিজেন্স ডিসি ইনভার্টারের কারণে ১২ ঘণ্টা ব্যবহার করলেও যমুনা এসির বিল মাসিক ৮০০ টাকার কম আসবে,” বলেন সিনিয়র ম্যানেজার ইব্রাহিম।
Published : 03 Feb 2025, 09:34 PM
নতুন ছয়টি মডেলের এসি বাজারে এনেছে যমুনা ইলেকট্রনিক্স, যাতে আধুনিক যুক্তির ফাইভ-ডি ইন্টেলিজেন্ট ডিসি ইনভার্টার ও ক্রিস্টাল গ্লাস ব্যবহার করা হয়েছে।
ঢাকার পল্টনের একটি হোটেলে বৃহস্পতিবার এসিগুলোর মড়ক উন্মোচনের তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইলেকট্রনিক্সের পণ্যের এ ব্র্যান্ড।
অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের পরিচালক (মার্কেটিং) সেলিম উল্যা সেলিম বলেন, “পথ চলার প্রথম দিন থেকে যমুনা ইলেকট্রনিক্স দক্ষ জনশক্তি, উন্নতমানের কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন করছে। সেই ধারা এখনও অব্যাহত আছে। প্রতিনিয়ত পণ্যের মানোন্নয়নে যমুনা ইলেকট্রনিক্স নিরলসভাবে কাজ করছে।”
টেকনিক্যাল হেড কিন হুয়ান বলেন, “পার্টনারদের সঙ্গে মজবুত সম্পর্ক গড়তে যমুনা পরিবার আগ্রহী। বাংলাদেশে একমাত্র যমুনা বিশ্বমানের মেশিন এবং কাঁচামাল নিয়ে এসি উৎপাদন করে থাকে। যমুনার প্রতিটি এসি ক্রেতার হাতে পৌঁছানোর আগে শতভাগ কোয়ালিটি নিয়ন্ত্রণ করা হয়, যাতে ভোক্তাদের অসুবিধায় পড়তে না হয়।”
সিনিয়র ম্যানেজার ইব্রাহিম হোসেন বলেন, “বাজারে প্রথমবারের মত ক্রিস্টাল গ্লাসের এসি এনেছে যমুনা, যা গ্রীষ্ম মওসুমে পার্টনারদের ব্যবসার বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। বাজারে যেসব এসি পাওয়া যায় সেগুলো ডিসি ইনভার্টার নয়, ইন্টেলিজেন্ট নয়। যমুনা এসিতে ইন্টেলিজেন্স ডিসি ইনভার্টার ব্যবহার করা হয়েছে।
“এ কারণে ১২ ঘণ্টা ব্যবহার করলেও যমুনা এসির বিল মাসিক ৮০০ টাকার কম আসবে। এছাড়া যমুনা এসিতে অত্যাধুনিক সুপার কুলিং প্রযুক্তির ফাইভ ডির এআই ইনভার্টার ব্যবহার করা হয়েছে, যা দ্বিগুণ বিদ্যুৎ সাশ্রয়ী।”
যমুনা ইলেকট্রনিক্সের পরিচালক (এইচসিএম) আফসার উদ্দিন, আরঅ্যান্ডডি প্রধান লিউ গুইইং, হেড অব সেলস আক্তারুজ্জামানও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।