পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালের এ বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ করছেন। ভবনটিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ছিল।
ঢাকার সিদ্দিক বাজারে বিস্ফোরণে নিহতদের স্মরণে একদিন দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
বাংলাদশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলমগীর চৌধুরী জানান, মঙ্গলবারের ঘটনায় নিহতদের স্মরণ করে বৃহস্পতিবার তারা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
সিদ্দিক বাজার ও আলুবাজারসহ নর্থ সাউথ রোডের স্যানেটারি ব্যবসায়ীরাও এ সংগঠনের সদস্য বলে জানান আলমগীর।
সিদ্দিক বাজারের ক্যাফে কুইন নামের ওই ভবনে মঙ্গলবার বিকালে বড় ধরনের বিস্ফোরণে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ, তাদের মধ্যে ২৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আলমগীর বলেন, “নিহতদের স্মরণে আমরা বৃহস্পতিবার দোকান পুরো দিন বন্ধ রাখব। আর আগামী শনিবার দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।”