এবার এখন পর্যন্ত হজ করতে গিয়ে মৃত্যু হয়েছে আটজনের।
Published : 28 May 2024, 11:57 PM
এবারের হজের জন্য দুই এজেন্সির হিসাবে জমা করা টাকা থেকে উড়োজাহাজ ভাড়ার অর্থ বেসরকারি প্রিমিয়ার ব্যাংক অন্য দুই লিড এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর না করায় ৬৮২ জনের হজযাত্রা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
বিপুল সংখ্যক এসব হজযাত্রীর ‘অনিশ্চয়তার’ বিষয়টি দূর করে দ্রুত টাকা স্থানান্তর করতে ধর্ম মন্ত্রণালয় গত রোববার প্রিমিয়ার ব্যাংককে পৃথক দুটি চিঠি দিয়েছে। একই সঙ্গে যথাসময়ে টাকা স্থানান্তর না করার কারণ ব্যাখ্যা করতে বলেছে।
চিঠি পাওয়ার পর সোমবার প্রিমিয়ার ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা মন্ত্রণালয়ে এসে মন্ত্রী ও সচিবের সঙ্গে দেখা করে এক-দুই দিনের মধ্যে জটিলতা নিরসনের অঙ্গীকার করে গেছেন বলে জানিয়েছেন যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হক।
এরপর মন্ত্রণালয় ও প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে হজযাত্রার জটিলতা কেটে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অধিশাখার যুগ্ম সচিব মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চিঠি দিয়েছি অর্থ স্থানান্তরের জন্য। আজ (সোমবার) প্রিমিয়ার ব্যাংকের অ্যাডিশনাল এমডি এসেছিলেন। মন্ত্রী ও সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছেন।
“তারা সময় চেয়েছিল দুই-একদিন। কিন্তু আমরা বলেছি বিনা ব্যর্থতায় আজকে থেকেই টাকা দিতে। সময় দেওয়ার সুযোগ নেই। কারণ, হজযাত্রীদের যাত্রা আগে নিশ্চিত করতে হবে। আশা করছি ওরা টাকা দিয়ে দিবে।”
প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার উপমহাব্যবস্থাপককে গত রোববার দ্বিতীয় দফায় পাঠানো চিঠিতে সোমবারের মধ্যে প্রায় ১৩ কোটি ২৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা স্থানান্তর করার নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়। ব্যাংকটি নির্ধারিত সময়ে টাকা স্থানান্তর না করায় দুই এজেন্সির মাধ্যমে হজে যেতে ইচ্ছুক ৬৮২ জনের হজযাত্রা ‘অনিশ্চিত’ হয়ে পড়ার কথা বলা হয় চিঠিতে।
এ বিষয়ে জানতে চাইলে প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার ব্যাবস্থাপক মো. ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জটিলতা নিরসনে কাজ চলছে।
“আমাদের হেড অফিস এটা নিয়ে কাজ করছে। তারা যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই আমরা কাজ করব। তবে বিষয়টি আসলে যেভাবে সামনে এসেছে সেরকম না। একটু জটিলতা হয়েছিল কাস্টমারের সঙ্গে। আমাদের এখান থেকেই কিন্তু সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী নিবন্ধন করেন।”
ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, হজ এজেন্সি শিকদার এয়ার ট্রাভেলসের অধীনে প্রাথমিক নিবন্ধন বাবদ ৪২৮ জন যাত্রীর জনপ্রতি ২ লাখ ৫ হাজার টাকা করে প্রিমিয়ার ব্যাংকে জমা রয়েছে। সেই টাকা থেকে উড়োজাহাজের ভাড়া বাবদ হাজিপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা করে মোট ৮ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা লিড হজ এজেন্সি আল রিসান ট্রাভেল এজেন্সির ইসলামি ব্যাংকের উওরা শাখার হিসাবে স্থানান্তরের জন্য মার্চে একবার চিঠি দেওয়া হয়। পরে রোববার আবারও চিঠি দেওয়া হয়।
“কিন্তু দুই দফায় চিঠি দেওয়ার পরও টাকা ছাড়েনি ব্যাংকটি। এতে ৪২৮ জন হজযাত্রী পড়েছেন অনিশ্চয়তায়।”
অপর চিঠিতে নর্থ বেঙ্গল হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের আরেকটি এজেন্সির টাকা নিয়েও একই ধরনের সমস্যা দেখা দেওয়ার কথা বলা হয়। এ এজেন্সির অধীনে যেতে চাওয়া ২৫৪ জন হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন করায় আরেক এজেন্সি মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল।
এখানেও উড়োজাহাজের টিকেট বাবদ ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা করে মোট ৪ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ২০০ টাকা প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় রাখা হয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সোমবারের মধ্যে এ টাকা নর্থ বেঙ্গল হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আল–আরাফাহ্ ইসলামী ব্যাংকের রংপুর শাখার হিসাবে স্থানান্তর করতে হবে। কিন্তু এ টাকাও স্থানান্তর করেনি প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।
৮ জনের মৃত্যু
এদিকে চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত আটজন সৌদি আরবে মারা গেছেন। এর মধ্যে ৬ জন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন।
সবশেষ গেল রোববার মক্কায় মারা যান জামাল উদ্দিন। ৬৯ বছর বয়সী এই হজযাত্রী কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা। ১৪ মে তিনি বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হজ পালনের উদ্দেশে ৪৬ হাজার ৯৮৮ জন সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১১৮টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট পরিচালনা করা সরকারি উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ ৫৬টি, ফ্লাইনাস ২৫টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৩৭টি ফ্লাইট পরিচালনা করেছে।