ওমান ছাড়াও আরও কয়েকটি দেশে গিজার রপ্তানি করছে আরএফএল।
Published : 03 Nov 2024, 08:33 PM
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গিজার রপ্তানি শুরু করছে আরএফএলের সহযোগী কোম্পানি রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
রোববার আরএফএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারায়ণগঞ্জের রুপগঞ্জে অবস্থিত রংপুর মেটালের কারখানা থেকে গিজারের চালান ওমানের উদ্দেশে পাঠানো হয়েছে। ওমান ছাড়াও ভারত, নেপাল ও মালিতে গিজার রপ্তানি করছে তারা।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, “আমাদের লক্ষ্য প্রাণ-আরএফএল গ্রুপের সব পণ্য বিশ্ব বাজারে পৌঁছে দিয়ে দেশের রপ্তানি বাজার সম্প্রসারণ করা। বিশ্বের প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের গিজারের বাজার রয়েছে। এক্ষেত্রে আমাদের গিজার রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে।”
তিনি বলেন, “আরএফএল গিজার দেশের প্রথম এনামেল কোটেড ইনার ট্যাংক বিশিষ্ট গিজার, যা পানি ৪৮ ঘণ্টা পর্যন্ত গরম রাখে। গুণগতমানের কারণে ক্রেতাদের কাছে আরএফএল গিজারের ভালো চাহিদা তৈরি হয়েছে।
“আগামীতে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, পাকিস্তান, কাজাখাস্তান ও আফ্রিকার কয়েকটি দেশে গিজার রপ্তানির পরিকল্পনা রয়েছে।”
বাজারে আরএফএলের বিভিন্ন মডেলের গিজার রয়েছে। মডেল ভেদে ৩ হাজার ১০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ হাজার ৮০০ টাকায় এগুলো পাওয়া যাচ্ছে। আরএফএল বেস্ট বাই ও ডিলার শপের পাশাপাশি ‘অথবা ডটকম’সহ কেনাকাটার অনলাইন মাধ্যমগুলো থেকেও এসব গিজার কিনতে পারছেন গ্রাহকরা।