কাপ কেকটির পাঁচটি ধরণ রয়েছে- বাটার কাস্টার্ড কেক, মালাইক্ষীর কাস্টার্ড কেক, মাফিন কেক, চকোলেট কাস্টার্ড কেক এবং পাইনএপল কাস্টার্ড কেক।
Published : 08 Feb 2024, 04:38 PM
এসিআই ফুডস বাজারে নিয়ে এসেছে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফোর্টিফায়েড কাপ কেক ‘ফান সুপার চ্যাম্প’।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিআই ফুডস জানায়, ফান সুপার চ্যাম্প কাপ কেকটির পাঁচটি ধরণ রয়েছে- বাটার কাস্টার্ড কেক, মালাইক্ষীর কাস্টার্ড কেক, মাফিন কেক, চকোলেট কাস্টার্ড কেক এবং পাইনএপল কাস্টার্ড কেক।
“প্রতিটিতে ভিটামিন এ, ভিটামিন ডি, জিঙ্ক এবং আয়রনসহ প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ রয়েছে, যা ভোক্তাদের দৈনন্দিন পুষ্টিমান পূরণে সহায়ক হবে।”
তেজগাঁওয়ের এসিআই সেন্টারে এসিআই লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান- এসিআই ফুডস লিমিটেডের এক অনুষ্ঠানে ফান সুপার চ্যাম্প কাপ কেকের উদ্বোধন করা হয়।
স্বাস্থ্যকর এবং পুষ্টিকর পণ্য ভোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে এসিআই ফুড অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস এর বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন বলেন, “এসিআই ফুড্স লিমিটেডের পণ্য বাংলাদেশের বাজারে দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”