এ শো-রুম থেকে কিস্তিতে পণ্য কিনতে পারবেন গ্রাহকরা; ব্যাংক কার্ডে ইএমআই সুবিধাও রয়েছে।
Published : 13 Aug 2024, 08:43 PM
গাজীপুরের কালিয়াকৈরে চালু হয়েছে যমুনা ইলেকট্রনিক্সের শো-রুম ‘কালিয়াকৈর প্লাজা’।
মঙ্গলবার বিকাল ৩টায় যমুনা ইলেকট্রনিক্সের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম এ শো-রুম উদ্বোধন করেন বলে কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা এ শো-রুম থেকে ‘আন্তর্জাতিক মানের’ যমুনা ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসিসহ সকল পণ্য নগদ কিংবা ছয় মাস, নয় মাস কিংবা ১২ মাসের সহজ কিস্তিতে কিনতে পারবেন। ব্যাংক কার্ডে ইএমআই সুবিধাও পাবেন গ্রাহকরা। সেইসঙ্গে তারা বিক্রয় পরবর্তী সেবাও পাবেন।
যমুনা ইলেকট্রনিক্সের কর্মকর্তা সেলিম উল্যা বলেন, “যমুনা গ্রুপের অন্যতম বড় অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস তার উৎপাদিত প্রতিটি পণ্য দেশের প্রতিটি অঞ্চলে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চায়। তার ধারাবাহিকতায় শিল্পাঞ্চল গাজীপুরের কালিয়াকৈরে যমুনা প্লাজা উদ্বোধন করা হয়েছে। এখানে যার যেমন প্রয়োজন, তেমনি আছে আয়োজন।
“কালিয়াকৈরবাসী তাদের চাহিদা ও সাধ্যের মধ্যে দেশ সেরা ইলেকট্রনিক্স পণ্যটি নগদে, কিস্তিতে ও নানাবিধ আকর্ষণীয় অফারে কিনতে পারবেন।”
যমুনা ইলেকট্রনিক্সের হেড অব সেলস (প্লাজা অপারেশন) আব্দুল্লাহ আল মোর্শেদ, জিএম বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিস মুজাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্র্যান্ড ডেভেলপমেন্ট সাবিরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ব্র্যান্ড ডেভেলপমেন্ট শরিফুল ইসলাম, গাজীপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মো. রাজিব চৌধুরী, প্লাজা ম্যানেজার মো. নাজমুল হাসান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।