এবছর ২৫ জেলার ৩৯৩টির বেশি গ্রন্থাগারে লাখো বই দেওয়া হবে বলে তথ্য দিয়েছে কোম্পানিটি।
Published : 20 Oct 2024, 09:38 PM
দেশজুড়ে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমন্বিত উদ্যোগে গড়ে ওঠা গ্রন্থাগারের পাঠকদের জন্য বই দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় ৪০০ বই দেওয়া হয়েছে।
মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশের উদ্যোগে এবং প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় এসব বই দেওয়া হচ্ছে।
এবছর ২৫টি জেলার ৩৯৩টির বেশি গ্রন্থাগারে লাখো বই দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বিকাশ।
চুয়াডাঙ্গার স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিতে বই দেওয়ার মাধ্যমে শুরু হয়েছে এবছরের বিতরণ কার্যক্রম। এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, রংপুর, যশোর, ফরিদপুরের বিভিন্ন গ্রন্থাগারে বই পৌঁছে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক বছরের ধারাবাহিকতায় চলতি বছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলায় এসব বই সংগ্রহ করা হয়। পাশাপাশি কোম্পানির অর্থায়নে আরও বই কিনে যুক্ত করা হয় এই উদ্যোগে। ‘মেধার বিকাশ ঠেকায় কে’ স্লোগানে শুরু হয় এবছরের বই সংগ্রহ কার্যক্রম।
দেশের সববয়সী পাঠকদের কাছে গল্প, কবিতা, উপন্যাস, বিজ্ঞানবিষয়ক, ধর্মীয়, আত্মউন্নয়নমূলক বইসহ নানান ধরনের বৈচিত্র্যপূর্ণ বই সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, গত কয়েক বছরে লাখো পাঠক-লেখক-দর্শনার্থী বই অনুদান দিয়ে বিকাশের এই কার্যক্রমে সংযুক্ত হয়েছে।