অটিস্টিকদের নিয়োগ দিচ্ছে ‘স্বপ্ন’

প্রশিক্ষণ দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিকদের বিভিন্ন আউটলেটে নিয়োগ করছে সুপার শপ চেইন ‘স্বপ্ন’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 11:43 AM
Updated : 17 Oct 2017, 11:43 AM

মঙ্গলবার স্বপ্ন’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দফায় প্রশিক্ষণপ্রাপ্ত ছয়জনকে নিয়োগ করা হয়।এ নিয়োগে তাদের সহযোগী পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার।

এদিন দুই প্রতিষ্ঠানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই হয় গুলশান অ্যাভিনিউতে স্বপ্ন’র আউটলেটে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই লজিস্টিকসের কার্যনির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এবং পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানি উপস্থিত ছিলেন।

সাব্বির হাসান নাসিরকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্বপ্ন মনে করে প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের রয়েছে নিজস্ব প্রতিভা, স্বকিয়তা এবং ভালো কিছু করার ক্ষমতা। বিশেষ এই প্রতিটি মানুষকে স্বপ্ন ভালোবাসা ও যত্ন সহকারে গ্রহণ করেছে এবং স্বপ্ন বিশ্বাস করে তার ক্রেতারাও তাদের একইভাবে গ্রহণ করবে।”