ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসারদের বুনিয়াদী প্রশিক্ষণ সমাপ্ত

১৫ দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন ৪০ জন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2023, 01:57 PM
Updated : 22 May 2023, 01:57 PM

ইসলামী ব্যাংক ট্রেনিং অ‌্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ব্যাংকটির প্রবেশনারি অফিসারদের বুনিয়াদী (ফাউন্ডেশন) প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার শেষ হওয়া ১৫ দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৪০ জন কর্মকর্তা অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী। আইবিটিআরএ-র অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল-মামুন। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিমও সমাপনীতে উপস্থিত ছিলেন।