প্রতিমন্ত্রী নওগাঁ, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে ফোন করে মঙ্গলবারের মধ্যে চালের গাড়ি ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
Published : 23 Jul 2024, 11:03 PM
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা থামাতে চলমান কারফিউয়ের মধ্যে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
নির্বিঘ্নে পণ্য সরবরাহে উৎপাদক, সরবরাহকারী বা গাড়িচালক ও পাইকারি ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ কক্ষের ০১৭১৪৪৬১১৮২, ০১৭৬৫০০৫০০৬, ০১৭১১২৭৩৮০২ নম্বরে ফোন করে সহযোগিতা চাইতে পারবেন। তারপর প্রয়োজনীয় তড়িৎ ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।
বাণিজ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আসিফ আহমেদ এ তথ্য জানিয়েছেন।
কোটা সংসকার আন্দোলন ঘিরে সহিংসতা শুরুর পর থেকেই ঢাকার বাজারে নিত্যপণ্য সরবরাহে সঙ্কট দেখা দেয়। এসময় বাড়তি দামে পণ্য কিনতে বাধ্য হন ক্রেতারা।
সহিংসতা থামাতে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করায় হয়। পণ্যবাহী গাড়ি কারফিউয়ের আওতামুক্ত থাকবে বলা হলেও বাজার এখনো অস্থির।
নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি দেখতে মঙ্গলবার কাওয়ান বাজার পরিদর্শন করেন আহসানুল ইসলাম টিটু ।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি-জামাতের নৈরাজ্যের কারণেই রাজধানীর কাঁচা বাজারগুলো অস্থির হয়ে উঠেছে।
তিনি বলেন, “তারা যে নৈরাজ্য চালাচ্ছে তাতে রাজধানীতে (পণ্য) সরবরাহ স্বাভাবিক নয়। এতে বাজারে প্রভাব পড়ছে। চলমান পরিস্থিতিতে পরিবহন খরচ বেড়ে গেছে। আশা করি, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে দাম আগের জায়গায় ফিরে আসবে।”
প্রতিমন্ত্রী বলেন, “কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো পচনশীল। এগুলো যাতে কোনোভাবে প্রতিবন্ধকতার ভিতরে না পড়ে, তাই মাঝে মাঝে কারফিউয়ের যে গ্যাপগুলো (শিথিল সময়) হয়েছে এই গ্যাপগুলোর মধ্যেই আমরা মালগুলো রিলিজ করিয়েছি। পরবর্তীতে ডিসিদের মাধ্যেমে আমরা পাইকারি বাজারে এনেছি।”
এদিন কারওয়ান বাজারে ডিম, আলু ও পেঁয়াজের পর্যাপ্ত মজুদ দেখা গেছে।
পরে বাণিজ্য প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের কৃষি মার্কেট চালের বাজার ঘুরে জানান, নওগাঁসহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে নিরাপত্তাজণিত কারণ দেখিয়ে চালকরা ঢাকা আসছেন না।
প্রতিমন্ত্রী নওগাঁ, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে ফোন করে মঙ্গলবারের মধ্যে চালের গাড়ি ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
বাজার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ও টিসিবির চেয়ারম্যান আরিফুল ইসলাম।