কোম্পানির কর্মকর্তারা সম্প্রতি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে তাদের একদিনের বেতন দিয়েছেন।
Published : 12 Sep 2024, 06:38 PM
বন্যার্তদের পুনর্বাসন কর্মসূচিতে পাশে দাঁড়িয়েছে আকিজ ইনসাফ গ্রুপের বিস্কুট ক্যাটাগরির ব্র্যান্ড বেকম্যান’স।
কোম্পানির কর্মকর্তারা সম্প্রতি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে তাদের একদিনের বেতন দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুদানের অর্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীকের কাছে হস্তান্তর করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো.শফিকুল ইসলাম তুষার, আকিজ ইনসাফের হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন সুব্রত বিশ্বাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেকম্যান’স মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার’ ক্যাম্পেইন নিয়ে গত ১০ দিন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলগুলোতে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও একই ক্যাম্পেইনের ব্যানারে জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেবার মাধ্যমে সবার পাশে ছিল কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেকম্যান’স ২০২২ সালে সিলেটের সুনামগঞ্জ, ছাতক অঞ্চলে বন্যার্তদের পাশে ছিল। আগের বছর ২০২১ সালে করোনাভাইরাসের সময়েও প্রশংসিত হয়েছিল কোম্পানিটির জরুরি অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সেবা উদ্যোগ- ‘বেকম্যানস করোনা ওয়ারিয়র্স’।