”ঋণের টাকা উদ্ধার করা হবে। এ বিষয়ে আদালতে যাওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে, গভর্নরের সঙ্গে বৈঠকের পর বলেন নতুন চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
Published : 04 Sep 2024, 02:11 AM
নানা অনিয়মে নাজুক অবস্থায় থাকা ন্যাশনাল ব্যাংকের আর্থিক পরিস্থিতি উন্নয়নে নিয়মের মধ্যে থেকে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা চেয়েছে ব্যাংকটির নবগঠিত পর্ষদ।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করে ব্যাংকটির চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বাধীন পর্ষদ এমন আহ্বান জানান।
সভা শেষে মিন্টু সাংবাদিকদের বলেন, " ব্যাংকখাতে নানা রকম সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে সাহায্য চেয়েছি। আমরা আমাদের সমস্যাগুলো উপস্থাপন করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে সকল রকম সাহায্য সহযোগিতা তারা করবেন, যাতে এসব ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। "
তারল্য সংকট মেটাতে কত টাকার প্রণোদনা চাওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ''ব্যাংকিং আইন মেনে আমাদের যতটুকু দেওয়া যায় ঠিক ততটুকু সাহায্য প্রয়োজন। তারল্য সহায়তা করা নিয়মের মধ্যেই আছে। তবে আমরা প্রিন্টিং মানি চাই না। বাংলাদেশ ব্যাংক সহায়তা করলে আমরা ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্যাগুলো সমাধান হবে।"
কেন্দ্রীয় ব্যাংকের কাছে কী কী সমস্যা তুলে ধরা হয়েছে সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, "একটা ব্যাংকের ডিফোল্ট লোনে সমস্যা হয়, ক্যাশের একটা সমস্যা হয়। অন্য ব্যাংকের যে সমস্যা থাকে, আমাদেরও ওই একই সমস্যা।''
ন্যাশনাল ব্যাংকের বর্তমান খেলাপি ঋণ কত জানতে চাইলে নব নির্বাচিত চেয়ারম্যান মিন্টু বলেন, "এটা আমার এই মুহূর্তে খেয়াল নাই। তবে হিসাবটা অন্যান্য ব্যাংকের চেয়ে অনেক বেশি।''
তিনি বলেন, ঋণের টাকা উদ্ধার করা হবে। এ বিষয়ে আদালতে যাওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগে ব্যাংক থেকে মওকুফ করে দেওয়া সুদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, " এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এটা মাফ করে দিয়েছিল। কিন্তু এটার রিভার্স করা নিয়েও আজকে আমরা কথা বলেছি। ব্যাংকিং আইনকানুন দেখে এ বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব।"
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, " ন্যাশনাল ব্যাংকের এমডি সভায় দাবি করেছেন যে তারল্য সহায়তা পেলে তারা ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সকল সমস্যা সমাধান করতে পারবেন।"
তিনি বলেন, " গভর্নর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারল্য সহায়তা চাওয়ার পর আবার কয়েকদিন পর চাওয়া যাবে না। তাই তাদের কাছে একটা পরিকল্পনা চাওয়া হয়েছে। যেটি আগামীকাল বুধবার দেওয়ার কথা। এ ব্যাংকের ২৪-২৫টি শাখা বন্ধ এমন কথাও তারাও বলেছেন।"
তিনি বলেন, "এ ব্যাংকের নিয়মিত ঋণ আদায় হলে তাহলে এ সমস্যা আর থাকে না। কারণ এটি ভালো ব্যাংক।"ৎ