৯৯৯ টাকার বেশি অর্ডারের জন্য অতিরিক্ত ১৫০ টাকার ভাউচার থাকছে।
Published : 25 Nov 2024, 07:13 PM
ন্যূনতম ৫০ টাকার অর্ডারের ওপর ছাড় দিয়ে 'পিকআপ সপ্তাহ' ক্যাম্পেইন চালু করেছে খাবার ও মুদি পণ্য সরবরাহের প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, এ ক্যাম্পেইনে ডিসকাউন্টের পাশাপাশি ভাউচার পাবেন গ্রাহকরা। ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলা এ অফারে ন্যূনতম ৫০ টাকার অর্ডার মূল্যের উপর ১৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে।
তাছাড়া ৯৯৯ টাকার বেশি অর্ডারের জন্য অতিরিক্ত ১৫০ টাকার ভাউচার রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্গার কিং, চিজ, ম্যাডচেফ, চিলক্স, ডিগার, আলফ্রেস্কো, ওয়াও মোমোসহ বাংলাদেশের কিছু জনপ্রিয় রেস্তোরাঁ এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে।
ফুডপ্যান্ডা বাংলাদেশের পিকআপ বিজনেসের কান্ট্রি লিড সুজন চৌধুরী বলেন, “আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের রেস্তোরাঁ শিল্পের বিকাশকে চালিত করার জন্য সর্বোত্তম মূল্যে সেরা খাবার উন্মোচন করা অপরিহার্য।
“পিক-আপ একটি সাশ্রয়ী মূল্যের এবং সুবিধাজনক অনলাইন অর্ডারিং অভিজ্ঞতা প্রদান করছে, এর মাধ্যমে ব্যয়-কার্যকর অর্ডারিং বিকল্পগুলির ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে এতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফুডপ্যান্ডা।”