বৃত্তির আওতায় দুই ব্যাচে ১০ জন করে মোট ২০ শিক্ষার্থীকে ছয় বছরের জন্য টিউশন ফি দেওয়া হবে।
Published : 17 Dec 2024, 09:24 PM
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের মিডওয়াইফারি এডুকেশন প্রোগ্রামের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে বিকাশ।
বৃত্তির আওতায় দুই ব্যাচে ১০ জন করে মোট ২০ শিক্ষার্থীকে ছয় বছরের জন্য টিউশন ফি দেওয়ার কথা মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী এ কোম্পানি।
বৃত্তির বিষয়ে মঙ্গলবার মোহাম্মদপুরে আদাবর ক্যাম্পাসে একটি চুক্তি সই হয়েছে। এতে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন লরা রেইখেনবাক সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে বিকাশের ইভিপি এবং রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান হুমায়ুন কবির এবং ভাইস প্রেসিডেন্ট সায়মা আহসান, জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের প্রতিষ্ঠাতা ডিন ও বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী, মিডওয়াইফারি এডুকেশন প্রোগ্রাম ডিরেক্টর এবং হেড শারমিনা রহমান ও উপদেষ্টা শেহলিনা আহমেদ উপস্থিত ছিলেন।
ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ২০১৩ সালে মিডওয়াইফারি ডিপ্লোমা এডুকেশন প্রোগ্রাম চালু করে। এর অধীনে এখন পর্যন্ত ১ হাজার ২৫৩ জন মিডওয়াইফ তৈরি হয়েছে।