স্টুডিওটি যেকোনো প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত, নির্মাণ সামগ্রীর বিবেচনাসহ সম্পূর্ণ ডিজাইন কনসালটেন্সি পরিষেবা দেবে।
Published : 15 Jul 2024, 07:52 PM
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) দেশের ইন্টেরিয়র ডিজাইনের দৃশ্যপটে বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং ভোক্তাদের সুবিধার্থে ‘বার্জার ডিজাইন স্টুডিও’ চালু করার ঘোষণা দিয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নতুন উদ্যোগটি যেকোনো স্পেসের ইন্টেরিয়র ডিজাইন করার জন্য একটি ওয়ান স্টপ সলিউশন হিসেবে কাজ করবে।
স্টুডিওটি যেকোনো প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত, নির্মাণ সামগ্রীর বিবেচনাসহ সম্পূর্ণ ডিজাইন কনসালটেন্সি পরিষেবা দেবে। এতে ক্লায়েন্টদের জন্য নিজস্ব সেবার অভিজ্ঞতা, ব্যতিক্রমী মান, সময়মত কাজ সম্পাদন এবং পেশাদারিত্বের বাস্তবায়ন নিশ্চিত হবে।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালি চৌধুরী বলেন, বছরের পর বছর ধরে বার্জার পেইন্টস সাজসজ্জার পেইন্ট, বাহারি রঙ, কাঠের প্রলেপ, নির্মাণে ব্যবহৃত আঠা এবং রাসায়নিক দ্রব্যসহ বৈচিত্র্যময় নির্মাণ সমাধান সরবরাহের মাধ্যমে ভোক্তাদের নির্মাণ সংক্রান্ত জটিলতার সমাধান করে আসছে।
তিনি আরও বলেন, ভবনের সামগ্রিক ইন্টেরিয়র ডিজাইনের সমস্যার সমাধানে ‘বার্জার ডিজাইন স্টুডিও’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।