এই সামাজিক কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে তরুপল্লব
Published : 17 May 2023, 06:56 PM
কুমিল্লার লালমাই-ময়নামতি এলাকায় আড়াই হাজার গাছ লাগিয়েছে বহুজাতিক বাণিজ্যিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ জানিয়েছে, সম্প্রতি শেষ হওয়া এই কর্মসূচিতে ব্যাংকের দুই শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। এই সামাজিক কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে তরুপল্লব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বৃক্ষরোপনের মাধ্যমে লালমাই-ময়নামতি অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজায়ন নিশ্চিত করতে চেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।
লালমাই-ময়নামতি অঞ্চলের শাল বন পুনরুদ্ধারে শাল গাছের চারা রোপণ করা হয়। এসব গাছের চারা সংগ্রহ করা হয়েছে তরুপল্লবের সহযোগিতায়।
বাংলাদেশের বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের গুরুত্বপূর্ণ অঞ্চল লালমাই-ময়নামতি ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। অশ্বত্থ গাছের নীচে বসে গৌতমবুদ্ধ দীক্ষা অর্জন করেছিলেন। সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে ওই অঞ্চলে অশ্বত্থ গাছের চারাও রোপন করা হয়েছে। এছাড়া বিরল ও ঔষধি গাছ এবং শোভাবর্ধণকারী বিভিন্ন গাছের চারাও রোপন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।