Published : 30 Jan 2025, 06:13 PM
মেঘনা ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ড্রাইভিং এক্সিলেন্স-কর্পোরেট ব্যাংকিং পারফরমেন্স ২০২৪ এবং ফিউচার স্ট্র্যাটেজিস’ কনফারেন্স।
রাজধানীর গুলশানে লেকশোর হাইটস হোটেলে সম্প্রতি দিনব্যাপী এ কনফারেন্স হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, “ভবিষ্যতেও মেঘনা কর্পোরেট উদ্ভাবনী ব্যাংকিং নিয়ে গ্রাহক সেবা অব্যাহত রাখবে। প্রথম সারির কর্পোরেট ব্যাংক হতে মেঘনা ব্যাংক সবসময় দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাচ্ছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল গেল বছরে কর্পোরেট ব্যাংকের সাফল্য সূচক এবং ব্যাংকের সামগ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
ব্যাংকের সব বিভাগের সমন্বিত কার্যক্রমের প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, “মেঘনা ব্যাংক উদ্ভাবনী এবং সহযোগী মনোভাবে বিশ্বাসী। কর্পোরেট কাস্টমারদের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয়ে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। এ স্ট্র্যাটেজিক ফোকাস এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাব।”
অনুষ্ঠানে কর্পোরেট ব্যাংকের ‘ভবিষ্যৎ স্ট্র্যাটেজি’ এবং প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট ব্যাংকিং প্রধান কিমিয়া সাদাত এবং ডিএমডি মো. ছাদেকুর রহমান।
কিমিয়া সাদাত বলেন, “মেঘনা কর্পোরেট সব সময়ই ব্যাংকের স্ট্র্যাটেজির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করছে। কর্পোরেট গ্রাহকদের বিকাশমান চাহিদার প্রয়োজনীয় সমাধান এবং নিয়মিত প্রসেস ডেভেলপমেন্টই আমাদের অন্যতম লক্ষ্য।”
বক্তব্যে তিনি কর্পোরেট ব্যাংকের বার্ষিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনার পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্ব দেন।
ব্যাংকটির সব কর্পোরেট ইউনিট, ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।