১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ঠিক হয়েছে ১২৮৪ টাকা, যা আগের মাসে ছিল ১১৪০ টাকা।
Published : 06 Oct 2023, 05:14 PM
অগাস্টের পর সেপ্টেম্বর মাসেও বাড়ল এলপিজির দাম। এবার ১২ দশমিক ৬৮ শতাংশ বেড়ে প্রতি কেজি ১০৭ টাকা ০১ পয়সা হয়েছে। গত অগাস্টে দাম বেড়েছিল ১৪ শতাংশ।
রোববার এলপিজির নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, যা সন্ধ্যা থেকে কার্যকর হবে।
১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ঠিক হয়েছে ১২৮৪ টাকা, যা আগের মাসে ছিল ১১৪০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ১৪৪ টাকা। আগের মাসে ১২ কেজিতে দাম বেড়েছি ১৪১ টাকা।
মূল্য তালিকা অনুযায়ী, রেটিকুলেটেড এলপিজির দাম ধরা হয়েছে ১০৩ টাকা ১৮ পয়সা এবং গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের মূল্য ঠিক করা হয়েছে প্রতি লিটার ৫৮ টাকা ৮৭ পয়সা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid021F6oXpP3vqdGrCGPb5qvx1mCDttjyayoxUdGc2RP4M17zKcVn51ngHhXVEvNfRKal ]