এবিএফের দুটি পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড

‘এবিএফ হোলসেল ব্যাংকিং’ ও ‘এবিএফ রিটেইল ব্যাংকিং’ ক্যাটাগরিতে বর্ষসেরার পুরস্কার জিতেছে এ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 03:32 PM
Updated : 16 August 2022, 03:32 PM

এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (এবিএফ) অ্যাওয়ার্ডের দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাংক জানায়, ‘এবিএফ হোলসেল ব্যাংকিং ২০২২’ ক্যাটাগরিতে বর্ষসেরার অ্যাওয়ার্ড জিতেছে তারা।

সেইসঙ্গে ‘এবিএফ রিটেইল ব্যাংকিং ২০২২’ ক্যাটাগরিতে বর্ষসেরা ইসলামিক ব্যাংকিং উদ্যোগ-গ্রহীতার অ্যাওয়ার্ড পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর সাদিক সাদাকাহ’র মাধ্যমে গ্রাহকরা তাদের অ্যাকাউন্টের লভ্যাংশ পছন্দের যে কোনো চ্যারিটি সংস্থায় অনুদান হিসেবে দিতে পারেন।

ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “গ্রাহকরা এমন একটি সমাধান খুঁজছে, যা তাদের ব্যাংকিং চাহিদা ও মান পূরণে সক্ষম। বাণিজ্য ও গ্রাহক-কেন্দ্রিক সল্যুশন উদ্ভাবন ও প্রবর্তনের জন্য এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স স্ট্যান্ডার্ড চার্টার্ডকে স্বীকৃতি প্রদান করেছে।”

এর আগে গত ২৪ জুলাই ‘এশিয়ামানি সেরা ব্যাংক আওয়ার্ড’ জিতে নেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।