মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা অষ্টম বারের মত ‘মোস্ট লাভড ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বিকাশ।
Published : 30 Dec 2024, 07:26 PM
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে’ ১৫টি ব্র্যান্ডের মধ্যে সেরা হয়েছে মোবাইলে আর্থিক সেবাদান কোম্পানি বিকাশ।
এ নিয়ে টানা ষষ্ঠবারের মত বিকাশ ‘সেরা ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বলে রোববার কোম্পানি কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরপর ছয় বছর এই পুরস্কারের স্বীকৃতির পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা অষ্টম বারের মত ‘মোস্ট লাভড ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বিকাশ।”
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা সৈয়দ ফারহাত আনোয়ারের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা বলেন, “দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিয়ে বিকাশ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিকাশ এখন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের কাছেও বাংলাদেশের সাফল্যের প্রতীক। এটি প্রমাণ করেছে, সঠিক দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করলে একটি দেশিয় ব্র্যান্ডও বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারে।”
বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফেরদৌস ইউসুফ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগী পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।