মোরশেদ উল্লাহ ব্যাংকটিতে ২০১৪ সালে লিগ্যাল কাউন্সেল হিসেবে যোগ দেন।
Published : 15 Jan 2025, 06:57 PM
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব লিগ্যাল হিসেবে যোগ দিয়েছেন মোরশেদ উল্লাহ। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজমেন্ট টিমের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।
ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তার পেশাগত অভিজ্ঞতা ২১ বছরেরও বেশি।
মোরশেদ উল্লাহ ব্যাংকটিতে ২০১৪ সালে লিগ্যাল কাউন্সেল হিসেবে যোগ দেন এবং সর্বশেষ কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের ‘হেড অব লিগ্যাল’ ছিলেন।
তিনি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড, ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল এলএলসিতে কাজ করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশা এবং নিম্ন আদালতে সিভিল জজ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
মোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং চার্টার্ড ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট (সিআইএসআই) থেকে ইসলামিক ফাইন্যান্স লেভেল-৩ কোয়ালিফিকেশন ডিগ্রি অর্জন করেছেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব লিগ্যাল হিসেবে মোরশেদ উল্লাহকে পেয়ে আমরা আনন্দিত।
“আমাদের টিমের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিভিন্ন শিল্প সম্পর্কে তিনি গভীর জ্ঞান ও নেতৃত্বের দক্ষতার প্রমাণ রেখেছেন। দেশের পরিবর্তনশীল অর্থনৈতিক ও নিয়ন্ত্রক প্রেক্ষাপটে তার দিকনির্দেশনা আমাদের টেকসই প্রবৃদ্ধির যাত্রাকে আরও সমৃদ্ধ করবে।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে বাণিজ্য ও উন্নয়নকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছে। গেল ১২০ বছর ধরে সামাজিক উন্নয়ন, সেবার পরিসর বৃদ্ধি ও সুযোগ সৃষ্টির মাধ্যমে অগ্রগতিতে অবদান রাখছে ব্যাংকটি।
সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে ব্যাংকটি ২৯টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে।