Published : 06 Jan 2025, 04:46 PM
ফুডপ্যান্ডা অ্যাপ থেকে এখন সিপি ফাইভ স্টারের খাবার অর্ডার করতে পারবেন গ্রাহকরা।
এজন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে ফুডপ্যান্ডা ও ফাস্ট ফুড ফ্র্যাঞ্চাইজি সিপি ফাইভ স্টার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফুডপ্যান্ডা জানিয়েছে, চুক্তির আওতায় দেশব্যাপী প্রাথমিকভাবে ১০০টি সিপি ফাইভ স্টারের আউলেটের খাবার অর্ডার করা যাবে।
এ উপলক্ষ্যে ফুডপ্যান্ডা অ্যাপ ব্যবহারকারীরা বিশেষ ছাড় পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী সিপি ফাইভ স্টারের ৩৭০টির বেশি আউটলেট রয়েছে। সামনে বাকি আউটলেটগুলোতেও ফুডপ্যান্ডার সেবা সম্প্রসারিত হবে।
ফুডপ্যান্ডার ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরি বলেন, “সিপি ফাইভ স্টার তাদের গুণগত মান ও সাশ্রয়ী মূল্যের কারণে গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ফুডপ্যান্ডার মাধ্যমে গ্রাহকরা এখন আরও সহজে সিপি ফাইভ স্টারের খাবার অর্ডার করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই অংশীদারত্ব সফল এবং দীর্ঘস্থায়ী হবে।”
চুক্তি সই অনুষ্ঠানে ফুডপ্যান্ডার সেলস হেড মো. সিরাজুল হক, ফিল্ড সেলস লিড এসকে. তানিম সাকের, ফিল্ড সেলস স্পেশালিস্ট মো. শাহেদ হোসেন, সিপি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সুরাচাই রাতানাসুয়ান, ফুড বিজনেসের ডেপুটি ম্যানেজার নোররাপাত পংপ্রত, ফাইভ স্টারের জেনারেল ম্যানেজার মো. মোয়াজ্জেম হোসেন এবং ট্রেড মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার এমদাদ উপস্থিত ছিলেন।