বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়।
Published : 22 Feb 2024, 09:00 PM
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
রাজধানীর বাংলামোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্র চত্বরে এ ক্যাম্প আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল বলেন, “হামদর্দ বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে।”
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের উপ-পরিচালক (বিপণন) আবুল তৈমুর চৌধুরী, তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আমিরুল মোমেনীন মানিক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক (অতিরিক্ত) হাকীম আবু ইউছুফ আব্দুল হক।