এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের একটি সমঝোতা চুক্তি হয়েছে
Published : 22 Jun 2023, 06:49 PM
অর্গানিক নিউট্রিশন কোম্পানির কারকুমা ব্র্যান্ডের সব পণ্য এখন থেকে অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আরোগ্য লিমিটেডে পাওয়া যাবে।
বৃহস্পতিবার অর্গানিক নিউট্রিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার রাজধানীর মিরপুরে আরোগ্য লিমিটেডের প্রধান কার্যালয়ে এ বিষয়ে এই দুই প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি হয়।
অর্গানিক নিউট্রিশন লিমিটেড-এর হেড অব সেলস এন্ড মার্কেটিং রোহান আহমেদ ও আরোগ্য লিমিটেডের সিনিয়র ম্যানেজার (সেলস এন্ড অপারেশন) আবু শাইখ মো. ইসহাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্গানিক নিউট্রিশনের হেড অব ব্র্যান্ড ডেভেলপমেন্ট মো. মাহবুবুর রহমান, হেড অব ফিন্যান্স আশিকুর রহমান, ডিজিটাল মার্কেটিং ইনচার্জ তন্ময় মিশরা এবং আরোগ্য লিমিটেডের হিউম্যান রিসোর্স ম্যানেজার আশরাফুল হুদা, ডেপুটি ম্যানেজার নোমান আহমেদ (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), এসিস্ট্যান্ট ম্যানেজার মিয়া মো. জুনাইদ (বিজনেস ডেভেলপমেন্ট)-সহ দুই প্রতিষ্ঠানের আরও অনেকে উপস্থিত ছিলেন।