প্রিপেইড কার্ডহোল্ডাররা মাস্টারকার্ডের ৮ হাজারের বেশি মার্চেন্ট পার্টনার আউটলেটে সেবা নিলে বিশেষ ছাড় পাবেন।
Published : 05 Nov 2024, 07:26 PM
‘মাস্টারকার্ড’ এবং যানবাহন রক্ষণাবেক্ষণ স্টার্টআপ ‘যান্ত্রিক লিমিটেডের’ সঙ্গে একটি প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কার্ড চালুর কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের ক্রমবর্ধমান গাড়ির মালিকদের জন্য চালু করা নতুন এই কার্ডটি গ্রাহকরা জ্বালানি খরচ নিয়ন্ত্রণ এবং যান্ত্রিক প্ল্যাটফর্মে বিশেষ ছাড় প্রাপ্তির মাধ্যমে গাড়ির রক্ষণাবেক্ষণ করতে পারবেন।
রাস্তায় হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেলে মেরামতের ক্ষেত্রে কার্ডের গ্রাহকরা পাবেন ২০ শতাংশ ছাড় এবং গাড়ির মালিক উক্ত গাড়ির বীমায় ১৫ শতাংশ ছাড় পাবেন।
এছাড়া, নিয়মিত কার ওয়াশ সার্ভিস এবং ইন্টেরিয়র পলিশ ও পরিষ্কারের সুবিধাও তারা পাবেন। সেই সঙ্গে মেরামতের কাজে ৩ হাজার টাকা পর্যন্ত সঞ্চয়ের সুবিধা উপভোগ করতে পারবেন।
আর এলপিজি ব্যবহারের ক্ষেত্রে, গ্রাহকদের জন্য কিস্তি পরিশোধে বিনা সুদে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে।
এছাড়াও, প্রিপেইড কার্ডহোল্ডাররা মাস্টারকার্ডের ৮ হাজারের বেশি মার্চেন্ট পার্টনার আউটলেটে সেবা নিলে বিশেষ ছাড় পাবেন।
রয়েছে বছরে দুইবার বিনামূল্যে গাড়ির ফোম ওয়াশ, ইঞ্জিনের তেল পরিবর্তন এবং গাড়ির সার্বিক অবস্থা ও এসি বিনামূল্যে চেকআপের সুবিধাও।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কার্ডটি কার্ডহোল্ডারদের অসাধারণ সুযোগ-সুবিধা প্রদানের পাশাপাশি তাদের প্রিয় যানবাহনকে সবসময় চমৎকার অবস্থায় রাখার নিশ্চয়তা দেবে। ফলে, এই কার্ডের ব্যবহার গাড়ির মালিকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।”
এই উদ্যোগের সহযোগী প্রতিষ্ঠান যান্ত্রিক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভ আল-ফারুক বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই আমরা আমাদের গ্রাহকদের জন্য গাড়ির রক্ষণাবেক্ষণ সহজ করে তোলার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি, যাতে তারা তাদের ব্যয়ের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের গাড়ির যত্ন নিতে পারেন।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “এটি গাড়ির মালিকদের সাশ্রয়ী মূল্যে উন্নতমানের সেবা গ্রহণের সুযোগ দেবে, পাশাপাশি তারা আকর্ষণীয় সুবিধাও উপভোগ করতে পারবেন। এই সহযোগিতামূলক উদ্যোগটি মাস্টারকার্ডের কার্ডহোল্ডারদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সেবা প্রদান করার প্রতিশ্রুতিকে তুলে ধরে।”