‘ফুটওয়্যার রিটেইলার অব দ্য ইয়ার- বাংলাদেশ’ এবং ‘সাসটেইনেবিলিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার – বাংলাদেশ’ এই দুই ক্যাটাগরিতে এপেক্স পুরস্কৃত হয়েছে
Published : 13 Jun 2024, 02:29 PM
সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডসের এবারের আসরে দুটি পুরস্কার জিতে নিয়েছে দেশীয় জুতার ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
‘ফুটওয়্যার রিটেইলার অব দ্য ইয়ার- বাংলাদেশ’ এবং ‘সাসটেইনেবিলিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার – বাংলাদেশ’ এই দুই ক্যাটাগরিতে এপেক্স পুরস্কৃত হয়েছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস সর্বদাই রিটেইল সেক্টরে অভিনব পদ্ধতি অবলম্বন করে কাস্টমারদের চাহিদা অনুযায়ী পণ্য বাজারজাত করা এবং সার্বক্ষণিক মান নিয়ন্ত্রণ নিশ্চিত করাকে সাধুবাদ জানায়।”
এ বছর ১৯তম আসরে সেভেন ইলেভেন, বার্কেনস্টক, সেন্ট্রাল গ্রুপ থাইল্যান্ড, চার্লস অ্যান্ড কিথ, ক্রক্স সিঙ্গাপুর পি টি ই লিমিটেড, বেঞ্চ, জিম টমসন, পুমা সাউথ ইস্ট এশিয়া পি টি ই লিমিটেড, সাকুর ব্রাদার্স, সিঙ্গটেল, স্কেচার্স হংকং লিমিটেড, ওয়াটসন সিঙ্গাপুর অংশগ্রহণ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৭ সালে রিটেইল ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করা এপেক্স দেশব্যাপী প্রায় ৪৮০টির বেশি বিক্রয়কেন্দ্র খুলেছে। এ বছর ঈদে তারা আড়াই হাজারের বেশি নতুন ডিজাইন এনেছে।
এপেক্স, ভেনচুরিনি, নিনো রসি, মুচি, ম্যাভেরিক, স্প্রিন্ট, ডক্টর মক, টুইঙ্কলার এবং স্কুল স্মার্ট এপেক্সের নয়টি নিজস্ব ব্র্যান্ড।
এছাড়া নাইকি, অ্যাডিডাস, ক্লার্কস, এসিক্সসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য বিক্রি করে এপেক্স।