ক্রিকেট সিজন জুড়ে অনলাইন অর্ডারে ১২ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে কোম্পানিটি।
Published : 08 Oct 2023, 10:51 PM
বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনায় যুক্ত হয়ে ডোমিনোজ পিৎজা গ্রাহকদের জন্য ‘বক্সে হবে গর্জন’ ক্যাম্পেইন নিয়ে এসেছে।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি তাদের ক্যাম্পেইনের বিস্তারিত ঘোষণা করে।
এতে বলা হয়, ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ বিশেষ থিমের একটি এআর ইন্ট্রিগেটেড পিৎজা বক্স তৈরি করেছে, যা ক্রিকেট ভক্তদের ‘অসাধারণ’ কিছু অভিজ্ঞতা দেবে। বিশেষ এই বক্সটিতে একটি কিউআর কোড থাকবে, যা স্ক্যান করলে বিশ্বকাপ উপলক্ষে ডিজাইন করা একটি এআর ফিল্টার আনলক হবে।
“রোমাঞ্চকর ভিজ্যুয়াল এবং প্রাণবন্ত রঙ ভক্তদের ক্রিকেট স্টেডিয়ামের ফিল দেবে।”
এআর ফিল্টারটিতে একটি ভার্চুয়াল ডেসিবেল মিটার থাকবে। ভক্তরা ডেসিবেল মিটারে সর্বোচ্চ স্কোর অর্জন করতে এবং সুপার ফ্যান হিসাবে লিডার বোর্ডে তাদের জায়গা নিশ্চিত করতে তাদের স্মার্ট ফোনে সজোরে চিৎকার বা গর্জন করবে। প্রতিদিন সর্বোচ্চ স্কোর করা বিজয়ীরা পাবে বিশেষ ফ্যান জার্সি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিকেট সিজন জুড়ে সব ভক্তদের জন্য থাকছে অনলাইন অর্ডারে ১২ শতাংশ মূল্য ছাড়। এর পাশাপাশি, ডোমিনোজ পিৎজা ‘চিকি সিঙ্গেল’, ‘কুইক ডাবল’ এবং ‘ইটস ম্যাক্সিমাম’ নামে ৩টি এক্সক্লুসিভ কম্বো রয়েছে, যাতে টাইগার ভক্তরা ৩৯৭ টাকা পর্যন্ত ছাড় পাবেন। দেশের বৃহৎ এই পিৎজা চেইন্টির ২৩টি স্টোরেই এই অফার এবং কম্বো পাওয়া যাবে।
জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, “‘বক্সে হবে গর্জন’ ক্রিকেটপ্রেমী বাংলাদেশের মানুষকে ক্রিকেটের উন্মাদনা উদযাপন করতে নতুন এক অভিজ্ঞতার সাথে পরিচিত করেছে। ডোমিনোজ সবসময় তার গ্রাহকদের মধ্যে আনন্দ এবং উত্তেজনা ছড়িয়ে দিতে চায়।”