“পরিবর্তন আনার জন্যই বিশ্ব খাদ্য কর্মসূচির সাথে এই যৌথ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে,” বলেন বি এ সিদ্দিকী।
Published : 27 May 2024, 04:57 PM
গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে যৌথভাবে কাজ করার কথা জানিয়েছে ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ।
সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমেই ডব্লিউএফপির কাছে অনুদান চলে যাবে। অনুদানের অর্থ গাজায় বসবাসরতদের কাছে ত্রাণ সহায়তা হিসেবে পৌঁছে দেওয়া হবে।
ফুডপ্যান্ডার ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী বলেন, “পরিবর্তন আনার জন্যই বিশ্ব খাদ্য কর্মসূচির সাথে এই যৌথ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, যা একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।"
বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেল্লি বলেন, “জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফুডপ্যান্ডার মতো বেসরকারি খাতের প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ। ফুডপ্যান্ডার মাধ্যমে প্রাপ্ত অনুদান গাজার ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে।"