সফল পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের জন্য ‘সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশন্স’ পুরস্কার পেয়েছে ইউলিভার।
Published : 11 Sep 2024, 10:05 PM
টেকসই অংশীদারিত্ব ও নারীর ক্ষমতায়নে ভূমিকায় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৪’ পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ।
বুধবার ‘বাংলাদেশ সাসটেইনেবল সামিটে’ এ পুরস্কার দেওয়া হয় ইউনিলিভার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইউনিলিভার সফল পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের জন্য ‘সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশন্স’ পুরস্কার এবং নারী কর্মীদের অংশগ্রহণে অগ্রগতি অর্জনের জন্য ‘উইমেন্স ইনক্লুশন অ্যান্ড লিডারশিপ ইন ম্যানুফ্যাকচারিং’ পুরস্কার পেয়েছে।
“এ ছাড়া কোম্পানির টেকসই প্যাকেজিং ‘ইউরিফিল’ এর জন্য ‘রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন’ ক্যাটাগরি এবং চট্টগ্রামের কালুরঘাট ফ্যাক্টরির জন্য ‘ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার’ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার।”
কোম্পানি বলেছে, “চট্টগ্রামে ‘প্লাস্টিক সার্কুলার ইকোনমি’ প্রতিষ্ঠায় ইউনিলিভারের উদ্যোগ বন্দরনগরীর টেকসই পরিবেশ এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন এনেছে। সব বাধা পেরিয়ে ইউবিএল নারী কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।”