কারখানাটিতে বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে।
Published : 12 Nov 2023, 01:03 PM
পাঁচ বছরের কর্মযজ্ঞ শেষে আনুষ্ঠানিকভাবে উৎপাদনের পথ খুলল নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দুপুর পৌনে ১টায় ‘জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব’ এই কারখানার উদ্বোধন ঘোষণা করেন। এরপর সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।
পরে সেখানে এক সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বক্তব্য দেন।
২০০৪ সালের পর প্রথমবারের মত নরসিংদীতে গেছেন প্রধানমন্ত্রী। বিকাল ৩টার দিকে এ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
সেখান থেকে সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
নরসিংদীর পলাশ উপজেলায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ‘পরিবেশবান্ধব’ ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। কারখানাটিতে বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। দিনে উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন।
২০১৮ সালের অক্টোবরে কারখানার নির্মাণ কাজ শুরু হয়। ২০২০ সালে কোভিড মহামারী শুরু হলে প্রকল্পের অবকাঠামোর কাজ বাধাপ্রাপ্ত হয়।
একই বছরের ১৬ অগাস্ট পূর্ণোদ্যমে কাজ শুরু করে চীনের সিসি সেভেন এবং জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
১১০ একর জমির ওপর নির্মিত প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ৪ হাজার ৫৮০ কোটি ২১ লাখ টাকার সংস্থান করে। আর জাপান ও চীনের ঠিকাদারদের যৌথ কনসোর্টিয়াম ব্যাংক অব টোকিও-মিৎসুবিশি ইউএফজে লিমিটেড ও দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড ১০ হাজার ৯২০ কোটি টাকার ঋণ দেয়।