বর্তমানে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বিদেশে খরচ করা যায়।
Published : 20 Nov 2024, 01:38 PM
বিদেশ গমনকারী বাংলাদেশিদের কাছে এখন বছরে সর্বোচ্চ দুই হাজার ডলার নগদ বিক্রি করতে পারবে মানি চেঞ্জার। আগে এই সীমা ছিল এক হাজার ডলার।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে।
এতে বলা হয়, হজ যাত্রীদের ক্ষেত্রে সরকারের হজ নীতি অনুসরণ করতে হবে মানি চেঞ্জারদের।
বিদেশে যেতে পাসপোর্টে ডলার ব্যবহারের অনুমতি (এন্ডোর্সমেন্ট) নিতে হয়। একজন বাংলাদেশি বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার দেশের বাইরে খরচ করতে পারেন। এই অনুমোদন দেয় সরকারি-বেসরকারি ব্যাংক ও মানি চেঞ্জার।