বেসরকারি পর্যায়ে আমদানির এ অনুমোদন দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
Published : 21 Mar 2024, 07:38 PM
ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে ৩০ কোম্পানিকে ৮৩ হাজার টন চাল আমদানির অনুমোদন দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
এরমধ্যে ৪৯ হাজার টন সিদ্ধ চাল এবং ৩৪ হাজার টন আতপ চাল। আগামী ২৫ এপ্রিলের মধ্যে এসব চাল বাজারজাতের শর্ত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এসব কোম্পানির অনুকূলে বরাদ্দের পরিমাণ নির্ধারণ করে দিয়ে অফিস আদেশ জারি করে খাদ্য মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখা।
মন্ত্রণালয়ের সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সরকার এ অনুমোদন দিয়েছে।
এবার আমনের ভরা মৌসুমেও দেশের বাজারে চালের দাম বাড়তি। সাধারণত এ সময়ে চালের দাম কমলেও এবার উল্টো বেড়েছে। দেশজুড়ে অভিযানে নেমে সরকারি সংস্থা ও প্রশাসন চাল মজুদের দায়ে বিভিন্ন চাল ও মিল মালিকসহ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানাও করেছে।
চাল আমদানির শর্তে বলা হয়েছে, আগামী ২৫ এপ্রিলের মধ্যে বরাদ্দ পাওয়া আমদানিকারকদের সব চাল বাজারজাত করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে।
এছাড়া বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) জারি করা যাবে না। আমদানি করা চাল পুনরায় প্যাকেটজাত করা যাবে না। আমদানি করা বস্তায় চাল বিক্রি করতে হবে।