দক্ষ জনবল তৈরির কর্মসূচি বাংলা ট্র্যাক ফাউন্ডেশনের

“প্রশিক্ষণ শেষ করে সনদ পাওয়া ৪৫ জন অপারেটর এখন কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন।”

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2022, 05:22 PM
Updated : 20 Nov 2022, 05:22 PM

পিছিয়ে থাকা বাংলাদেশিদের স্থানীয় ও বিদেশের শ্রম বাজারে আরও ভালো কর্মসংস্থানের সুযোগ করে দিতে ‘ইয়ুথ ওয়ার্কফোর্স রেডিনেস প্রোগ্রাম’ শুরু করেছে বাংলা ট্র্যাক ফাউন্ডেশন।

এ কর্মসূচির মাধ্যমে যোগ্য ও দক্ষ শ্রমিক তৈরি হবে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে।

এতে বলা হয়, ইতোমধ্যে বিনামূল্যে এক্সকাভেটর অপারেটিংয়ে দুটি ব্যাচকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

“প্রশিক্ষণ শেষ করে সনদ পাওয়া ৪৫ জন অপারেটর এখন কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন।”

বাংলা ট্র্যাক ফাউন্ডেশনের কর্মসূচির কারণে উচ্চ মজুরিতে যুবকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।