বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে দেখা করে তার দেশের আগ্রহ তুলে ধরেছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত।
Published : 09 Jun 2024, 10:42 PM
ঢাকায় সরাসরি ফ্লাইট চালু করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। দেশটির পক্ষ থেকে এজন্য সংশোধিত এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট পাঠানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ও এ বিষয়ে ইতিবাচক।
রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে এ বিষয়ে আলাপ করেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে রাষ্ট্রদূত বলেন, “দক্ষিণ কোরিয়া সংশোধিত এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্টের কপি বাংলাদেশ পক্ষকে প্রেরণ করেছে। আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যেই দুই পক্ষ বিদ্যমান বিষয়ে ঐক্যমতে পৌঁছবে এবং খুব দ্রুতই চুক্তি করতে পারব।”
চুক্তিটি সই হলে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “সরাসরি বিমান যোগাযোগ দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ফারুক খানের অবস্থানও সরাসরি বিমান চালুর পক্ষেই। তিনি বলেন, “বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ দুই দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ বৃদ্ধিসহ নতুন করে বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নিয়মিত সরাসরি ফ্লাইট চালু হলে ব্যবসায়ী, শিক্ষার্থী এবং প্রবাসী শ্রমিকরাও ব্যাপকভাবে উপকৃত হবেন বলেও মত দেন তিনি।