বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদ ডিজিটাল ই-কেওয়াইসি চালু করে অ্যাকাউন্ট খোলার পদ্ধতিকে সহজ করেছে, যা দেশের প্রায় সব আর্থিক প্রতিষ্ঠান অনুসরণ করছে।
Published : 12 Aug 2024, 10:17 PM
উদ্দেশ্যমূলকভাবে চলা বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।
সোমবার নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক খাতকে বিশৃঙ্খল ও অস্থিতিশীল করতে কিছু স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদ ডিজিটাল ই-কেওয়াইসি চালু করে অ্যাকাউন্ট খোলার পদ্ধতিকে সহজ করেছে, যা দেশের প্রায় সব আর্থিক প্রতিষ্ঠান অনুসরণ করছে।
এতে বলা হয়, ২০১৯ সালে নগদ চালুর আগে মোবাইল ব্যাংকিং ছিল ব্যয়বহুল একটি পদ্ধতি। কিন্তু টেলিকম অপারেটর প্রতিষ্ঠাগুলোর সঙ্গে চুক্তি করে *১৬৭# ডায়াল করে বাটন ফোন থেকেই অ্যাকাউন্ট খোলার পদ্ধতি নিয়ে আসে নগদ।
একই সঙ্গে নগদ ক্যাশআউট খরচ কমানো, ইউটিলিটি বিল প্রদানের খরচ তুলে দেওয়ার ফলে বাজারে প্রতিযোগিতা ও দখলকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফা কমে যায়। এমএফএস- এ আর্থিক পরিবর্তনের পরে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নিয়েও কাজ শুরু করেছে নগদ।
নগদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পাওয়ায় ডিজিটাল ব্যাংক চালু করতে প্রস্তুত প্রতিষ্ঠানটি।
এছাড়া বাংলাদেশের আর্থিক অন্তর্ভূক্তি ৫২ শতাংশ পার হওয়ার পেছনে নগদের অবদান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করেছে আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানটি।