৪৫ দিনের পরিবর্তে তথ্য দিতে হবে ৩০ দিনের মধ্যে।
Published : 16 Feb 2023, 11:14 PM
বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় ১৫ দিন কমিয়ে আনল বাংলাদেশ ব্যাংক।
এতদিন প্রতি তিন মাসের তথ্য পরবর্তী ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে এফডিআই সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে হত বাণিজ্যিক ব্যাংককে।
নতুন সিদ্ধান্ত জানিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “প্রতি ত্রৈমাসিকের তথ্য পরবর্তী এক মাস ১৫ দিনের পরিবর্তে এক মাসের মধ্যে এফডিআই রিপোর্টিং ফরম পূরণ করে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে দাখিল করতে হবে।”
এ সিদ্ধান্ত চলতি জানুয়ারি-মার্চ ত্রৈমাসিক থেকে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এফডিআই গ্রহণকারী শতভাগ বিদেশি ও যৌথ মালিকানাধীন গ্রাহকের সংশ্লিষ্ট সহায়ক দলিলাদি এবং সকল আউটওয়ার্ড এফডিআই (বিনিয়োগের বিপরীতে সময়ে সময়ে মূলধন ও লভ্যাংশ বিদেশি বিনিয়োগকারীদের তুলে নিয়ে যাওয়া) তথ্য দিতে হবে।
এর মধ্যে রয়েছে ত্রৈমাসিকের নিরীক্ষিত/অনিরীক্ষিত আর্থিক বিবরণী, অন্তর্মুখী ও বহির্মুখী রেমিটেন্সের দলিলাদির তথ্য। ব্যাংকগুলোর এডি শাখার (অথোরাইজড ডিলার) কাছে ত্রৈমাসিকের তথ্য পরবর্তী মাসের ২০ দিনের মধ্যে জমা দিতে হবে, এতোদিন যা ছিল এক মাস।
সেই তথ্য এডি শাখা যাচাই-বাছাই শেষে ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে জানাবে শেষ হওয়া ত্রৈমাসিকের পরবর্তী এক মাসের মধ্যে।