বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে বিমান

বিমান বলছে, দক্ষিণ এশিয়ার এভিয়েশন ইতিহাসে প্রথমবারের মত বিদেশি পাইলটদের ড্রিমলাইনারের লাইন ট্রেনিং দিচ্ছে তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2023, 07:38 AM
Updated : 28 April 2023, 07:38 AM

বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজ চালনার প্রশিক্ষণ নিতে শুরু করেছেন মঙ্গোলিয়ান এয়ারলাইন্সের কয়েকজন পাইলট।

পর্যায়ক্রমে ১২ জন পাইলট ড্রিমলাইনার চালনার প্রশিক্ষণ নেবেন জানিয়ে বিমান বলছে, দক্ষিণ এশিয়ার এভিয়েশন ইতিহাসে প্রথমবারের মত বিদেশি পাইলটদের ড্রিমলাইনারের লাইন ট্রেনিং দিচ্ছে তারা।

শুক্রবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিদেশি পাইলটদের অত্যাধুনিক ড্রিমলাইনার ৭৮৭ এ লাইন ট্রেনিং দেওয়ার মাধ্যমে দক্ষিণ এশিয়ার এভিয়েশন ইতিহাসে নবদিগন্তের সূচনা করেছে।”

শুক্রবার ঢাকা-সিলেট-লন্ডন রুটের ফ্লাইটে মঙ্গোলিয়ান এয়ারলাইন্সের একজন পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এ ট্রেনিং প্রোগ্রাম শুরু হল।

পর্যায়ক্রমে মঙ্গোলিয়ার এ রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থার ১২ জন পাইলট বিমানের ড্রিমলাইনারে প্রশিক্ষণ নেবেন।

প্রথম ব্যাচে তিনজন পাইলট এই প্রশিক্ষণ নিচ্ছেন। আর সেজন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে প্রয়োজনীয় অনুমোদন নিয়েছে বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম শুক্রবার সকালে বিমানবন্দরে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও পাইলটরা এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমানের এমডি বলেন, ‘বিশ্বব্যাপী প্রশংসিত’ ফ্লাইট সেইফটি স্ট্যান্ডার্ড এর কারণে বিমানের প্রতি বিদেশি এয়ারলাইন্সগুলো আস্থা রাখছে। ভবিষ্যতে এ প্রশিক্ষণের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।