ফোনটির বাজারমূল্য ধরা হয়েছে ১৯ হাজার ৯৯৯ ও ২২ হাজার ৯৯৯ টাকা।
Published : 18 Dec 2024, 05:38 PM
মাঝারি বাজেটের মধ্যে বাজারে ধুলা ও পানিরোধী সি৭৫ ডিভাইস নিয়ে এসেছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।
ফোনটি ২ দশমিক ৫ মিটার গভীর পানিতে ১২ ঘণ্টা এবং দশমিক ৫ মিটার গভীরে টানা ১০ দিন সচল থাকবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিয়েলমি।
এছাড়া গাড়ির ধোঁয়া, ডিশওয়াশার বা ফ্রিজেও ফোনটি টিকে থাকতে সক্ষম। সি৭৫ এর উন্নত সনিকওয়েভ ওয়াটার ইজেকশন প্রযুক্তি শব্দতরঙ্গ ব্যবহার করে পানি অপসারণ করে ফোনের কার্যক্ষমতা বাড়ায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোনটি ১ দশমিক ৮ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং ১৫০ বার সামনের দিক নিচে থাকা অবস্থায় ধাক্কা সহ্য করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এমনকি মার্বেলের মতো কঠিন মেঝেতেও এটি টিকে থাকতে পারে।
সি৭৫ ডিভাইসে থাকছে ৬ হাজার এমএএইচ, ১২৮ জিবি রমের সঙ্গে ২৪ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রমের সঙ্গে ২৪জিবি র্যাম।
ফোনটির বাজারমূল্য ধরা হয়েছে ১৯ হাজার ৯৯৯ ও ২২ হাজার ৯৯৯ টাকা।
আর ডিভাইসটি প্রি-অর্ডারের ক্ষেত্রে তিনজন গ্রাহক পুরস্কার হিসেবে ১ লাখ, ৫০ হাজার ও ১০ হাজার টাকা জেতার সুযোগ পাবেন। এছাড়া রয়েছে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারও।
সব গ্রাহকে দেওয়া হবে ১ বছরের ওয়াটারপ্রুফ স্ক্রিন প্রটেক্টর ওয়ারেন্টি। বাংলালিংক গ্রাহকদের জন্য থাকছে ১৮ জিবি ইন্টারনেট বোনাস।
রিয়েলমি সি৭৫ এর প্রি-বুকিং সম্পর্কে জানতে এবং আপডেট পেতে ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেইসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ ভিজিট করতে পারেন।