বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ও অ্যাপেও একই সুবিধা পাওয়া যাচ্ছে।
Published : 07 Dec 2023, 07:24 PM
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট নগদ অ্যাপের মাধ্যমে কিনলে ১০ শতাংশ ছাড় মিলবে।
লন্ডন, ম্যানচেস্টার ও টরন্টো ছাড়া যেকোনো গন্তব্যের টিকেটে এ সুবিধা পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নগদ জানিয়েছে, তাদের অ্যাপে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট ব্রাউজ, নির্বাচন ও বুকিং সুবিধা আছে। পেমেন্ট অপশন থেকে টিকেট কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
এর বাইরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ও অ্যাপ থেকেও টিকেট কাটায় ১০ শতাংশ ছাড় মিলবে। সেক্ষেত্রে প্রোমো কোড ‘SMILEBIMAN’ এবং নগদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে।
নগদের চিফ কমার্সিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী বলেন, “নগদের অ্যাপে বিমানের এই মাইক্রোসাইট চালু করা আমাদের চলার পথে একটি মাইলফলক হয়ে থাকবে। এই মাইক্রোসাইট ক্রেতাদের সম্পূর্ণ আর্থিক ও জীবনমানের একটি নতুন ধরনের সমাধান দেবে।
“ক্রেতাদের কম কষ্টে ও বিনা ঝামেলায় বিমানের টিকেট কেনার সুযোগ করে দেওয়ার ভেতর দিয়ে আমরা মানুষের জীবন আরও সহজ ও স্বচ্ছন্দ্য করার পথে কাজ করছি।”