ব্যাংকের টাকা বহনের দায়িত্বে থাকা নিরাপত্তা কোম্পানিটির কর্মীদের ভাষ্যে সন্দেহ হচ্ছে পুলিশ কর্মকর্তাদের।
ব্যাংক থেকে বিকাশ অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ বা টাকা পাঠানোর সুবিধায় যুক্ত হল নতুন দুই ব্যাংক।
উরি ব্যাংক বাংলাদেশ ও সিটিজেনস ব্যাংক থেকে এখন বিকাশে অ্যাড মানি সুবিধা নিতে পারবেন গ্রাহকরা বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানিটি।
এতে বলা হয়েছে, ‘অ্যাড মানি’ বা ‘বিকাশ টু ব্যাংক’ উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সীমা প্রযোজ্য হবে।
নতুন দুই ব্যাংক যুক্ত হওয়ায় এখন দেশের ৪০টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুযোগ তৈরি হল।