প্রতি তিন মাসে আয়ের পূর্ণ বিবরণী কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।
Published : 11 Apr 2023, 10:32 PM
বিদেশে পণ্য পরিবহনে কনটেইনার ও জাহাজ ভাড়ার ‘বৈদেশিক মুদ্রার’ হিসাব দিতে দেশীয় সব শিপিং লাইনস, এজেন্ট, এয়ারলাইনস কোম্পানিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রতি তিন মাসে আয়ের পূর্ণ বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করে মঙ্গলবার সার্কুলার প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতি প্রান্তিক শেষের পরবর্তী ৬০ দিনের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশনা দিয়ে কর্তৃপক্ষ বলছে, যেসব দেশীয় কোম্পানি বৈশ্বিক পর্যায়ে জাহাজ, কনটেইনার ও এয়ারলাইনসের মাধ্যমে পণ্য পরিবহন করে- এর আয় ও ভাড়া দেওয়ার বিপরীতে যে বিদেশি মুদ্রা আসছে, তা নির্দিষ্ট ছক আকারে জানাতে হবে।
এসব তথ্যের জন্য একটি পদ্ধতিও ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকের এডি (অথোরাইজড ডিলার) শাখার মাধ্যমে এ আয়ের তথ্য জমা দিতে হবে। একটি কোম্পানি একটি নির্দিষ্ট এডি শাখার মাধ্যমে তথ্য জমা দেয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছে।
তবে তা পরিবর্তনের সুযোগ থাকবে। এর জন্য বিদ্যমান শাখা থেকে ‘ফরওয়াডিং’ নিয়ে নতুন শাখায় জমা দিতে হবে।
সার্কুলারে বলা হয়, কনটেইনার, জাহাজ ও এয়ারলাইনস এর ধরন (দেশিয় ও বিদেশে প্রস্তুত), যে বিদেশি কোম্পানির কাছে ভাড়া দেয়া হয়েছে এর নাম, চুক্তি সইয়ের তারিখ, সময়, ভাড়ার তথ্য, মুনাফাসহ বিদেশি বন্দরের ব্যয় ও বৈদেশিক মুদ্রা হিসেবে পাওয়া অর্থের পরিমাণ ছকাকারে উল্লেখ করতে হবে।
এদিকে আলাদা আরেকটি সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশিয় শিপিং লাইনস, কনটেইনার ব্যবসায়ী ও এয়ারলাইনস যাদের বৈশ্বিক ব্যবসা রয়েছে তারা বৈদেশিক মুদ্রায় (এফসি) ব্যাংকে হিসাব খুলতে পারবে।
এসব হিসাবের অর্থের একটি অংশ ব্যয় নির্বাহের জন্য ব্যবহার করা যাবে।