৫০, ১০০ ও ১৬১ কিলোমিটার বা ১০০ মাইল-এই তিন ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়।
Published : 23 Jan 2024, 06:39 PM
দেশি-বিদেশি ৩০০ দৌড়বিদের অংশগ্রহণে কক্সবাজারের মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হয়েছে দেশের দীর্ঘতম ম্যারাথন আয়োজন ‘মেরিন ড্রাইভ-আলট্রা, সিজন থ্রি’।
‘আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব’ স্লোগান নিয়ে দুদিনের এ আয়োজনের উদ্যোক্তা ছিল এস্কেপেড ও ট্রাভেলার্স অব বাংলাদেশ, যাতে পৃষ্ঠপোষকতা করে শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল।
গত শনিবার আয়োজনটি শেষ হয় উল্লেখ করে প্রাণ-আরএফএল জানিয়েছে, ৫০, ১০০ ও ১৬১ কিলোমিটার বা ১০০ মাইল-এই তিন ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষও ছিল।
প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (কর্পোরেট ব্র্যান্ড) নুরুল আফসার বলেন, “আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে ইতিবাচক ভূমিকা রাখা, টেকসই এবং পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ে তোলা এই আয়োজনের মূল লক্ষ্য।”