স্ট্যান্ডার্ড চার্টার্ডের কার্ডধারী গ্রাহকরা অ্যাডিডাসের পণ্যে ১৫ শতাংশ এবং নাইকি, পুমা ও লিভাইসের পণ্যে ১০ শতাংশ ছাড় পাচ্ছেন।
Published : 07 Oct 2024, 07:37 PM
অ্যাডিডাস, নাইকি, পুমা ও লিভাইসের পণ্যে বিশেষ ছাড় পাচ্ছেন বেসরকারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্ডধারী গ্রাহকরা।
দেশের তৈরি পোশাক খাতের শিল্পগোষ্ঠী ডিবিএলের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে বলে সোমবার স্ট্যান্ডার্ড চার্টার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।
চুক্তি অনুযায়ী কেবল স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভিসা সিগনেচার ক্রেডিট, প্লাটিনাম ক্রেডিট ও প্রায়োরিটি ব্যাংকিং ডেবিট কার্ডধারীরা অ্যাডিডাসের পণ্যে ১৫ শতাংশ এবং নাইকি, পুমা ও লিভাইসের পণ্যে ১০ শতাংশ ছাড় পাবেন।
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব করপোরেট কাভারেজ এনামুল হক, হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও এম এ কাদের উপস্থিত ছিলেন।